আমাদের নিবেদিতপ্রাণ কর্মী ও বোর্ড মেম্বাররা প্রত্যেকেই টেকসই সোর্সিং, সাপ্লায়ারের সঙ্গে সম্পৃক্ততা, এবং কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রযুক্তিগত ও চর্চাবিষয়ক দিকগুলো সম্পর্কে গভীর অভিজ্ঞতা রাখেন।

শিল্পে নেতৃত্বদানকারী সংগঠন হিসাবে আমাদের মেম্বাররা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

Senior Manager of Global Sustainability at Gap Inc.
Nirapon Secretary
About

মেলিনা – সিনিয়র ম্যানেজার , গ্লোবাল সাসটেইনেবিলিটি , গ্যাপ আই এন সি। তিনি বর্তমানে  উত্তর আমেরিকার ডিস্ট্রিবিউশন  সেন্টারগুলোতে, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প  পরিচালনা করছেন। এই উন্নয়নমূল প্রকল্পে ইংরেজি ভাষা শিক্ষার্থীদের, শরণার্থী এবং অভিবাসীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়  ।

মেলিনা, Gap Inc.-এ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে, তিনি বিভিন্ন সামাজিক প্রভাব কার্যক্রমের জন্য কৌশল, অংশীদারিত্ব এবং পরিচালনার দায়িত্ব পালন করেছেন, যা পোশাক সরবরাহ এবং মূল্য ব্যবস্থাপনার সাথে জড়িত। তিনি মেম্বার ইনিসিয়েটেড প্রকল্প  “অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি ” প্রকল্প   এর উদ্বোধনে সহায়তা করা এবং RISE কর্মসূচির সাথে পোশাকশিল্প ,জুতা এবং গৃহস্থালি শিল্পপণ্য খাতে জেন্ডার সমতা বাস্তবায়ন ও উন্নয়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে, তিনি “আপওয়ার্ডলি গ্লোবালের সান ফ্রান্সিসকো লিডারশিপ” কাউন্সিলের সদস্য। তিনি ইউসি বার্কলে (UC Berkeley) থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ. ডিগ্রি অর্জন করেছেন।

লুইস টেম্পল

চিফ এক্সিকিউটিভ অফিসার , নিরাপন

সিমোন সুলতানা

মেম্বার অফ দ্য ব্র্যাক জেনারেল বডি অ্যান্ড ট্রাস্টি অফ ইউকে চ্যারিটি
নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার

ড্যানিয়েল ফিবিজার

হেড অফ গ্লোবাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড প্রেসিডেন্ট অফ গ্যাপ ফাউন্ডেশন
নিরাপন বোর্ড মেম্বার

শ্রীদেবী কালাভাকোলানু

সিনিয়র ডিরেক্টর, এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স, ওয়ালমার্ট
নিরাপন বোর্ড মেম্বার

তপন চৌধুরী

ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড স্কয়ার টেক্সটাইলস লিমিটেড
নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার

হিদার ক্যানন

সিনিয়র ডিরেক্টর ফর রেসপন্সিবল সোর্সিং, টার্গেট কর্পোরেশন
নিরাপন বোর্ড মেম্বার

কিমি ওয়াকার

অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট, প্রোডাক্ট স্টুয়ার্ডশিপ, ক্যানাডিয়ান টায়ার কর্পোরেশন লিমিটেড,
নিরাপন ট্রেজারার

ডনা সিকিতা

ডিরেক্টর অফ মেম্বার এনগেজমেন্ট অ্যান্ড অপারেশনস, নিরাপন
নিরাপন টিম মেম্বার

Senior Manager of Global Sustainability at Gap Inc.
Nirapon Secretary